মথি 27:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 তাহারা বলিল, আমাদের কি? তুমি তাহা বুঝিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তারা বললো, তাতে আমাদের কি? তুমিই তা বুঝবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 সে বলল, “নির্দোষ মানুষের রক্ত সমর্পণ করে আমি পাপ করেছি।” তারা উত্তরে বলল, “তাতে আমাদের কী? সে তোমার দায়।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 আমি পাপ করেছি, নির্দোষ ব্যক্তিকে ধরিয়ে দিয়েছি। কিন্তু তাঁরা বললেন, তাতে আমাদের কি? সে তোমার ব্যাপার। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তাহারা বলিল, আমাদের কি? তুমি তাহা বুঝিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 “একজন নিরপরাধ লোককে হত্যা করার জন্য আপনাদের হাতে তুলে দিয়ে তাঁর প্রতি আমি বিশ্বাসঘাতকতা করেছি, আমি মহাপাপ করেছি।” ইহুদী নেতারা বলল, “তাতে আমাদের কি? তুমি বোঝগে যাও।” অধ্যায় দেখুন |