মথি 27:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 তাহাতে সমস্ত লোক উত্তর করিল, উহার রক্ত আমাদের উপরে ও আমাদের সন্তানদের উপরে বর্তুক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 তাতে সমস্ত লোক জবাবে বললো, ওর রক্ত আমাদের উপরে ও আমাদের সন্তানদের উপরে বর্তুক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 লোকেরা সবাই উত্তর দিল, “ওর রক্ত আমাদের উপরে ও আমাদের সন্তানের উপরে বর্তাক।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 তখন সমগ্র জনতা সমস্বরে বলল, ওর রক্তের দায় আমাদের ও আমাদের সন্তানদের উপর বর্তাক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 তাহাতে সমস্ত লোক উত্তর করিল, উহার রক্ত আমাদের উপরে ও আমাদের সন্তানদের উপরে বর্ত্তুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 এই কথার জবাবে লোকেরা সমস্বরে বলল, “আমরা ও আমাদের সন্তানরা ওর রক্তের জন্য দায়ী থাকব।” অধ্যায় দেখুন |