মথি 26:41 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)41 জাগিয়া থাক, ও প্রার্থনা কর, যেন পরীক্ষায় না পড়; আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস41 জেগে থাক ও মুনাজাত কর, যেন পরীক্ষায় না পড়; রূহ্ ইচ্ছুক বটে, কিন্তু দেহ দুর্বল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ41 জেগে থাকো ও প্রার্থনা করো, যেন তোমরা প্রলোভনে না পড়ো। আত্মা ইচ্ছুক, কিন্তু শরীর দুর্বল।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)41 জেগে থাক এবং প্রার্থনা কর, যাতে তোমরা প্রলোভনে না পড়। আত্মা আগ্রহী হলেও দেহ দুর্বল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)41 জাগিয়া থাক, ও প্রার্থনা কর, যেন পরীক্ষায় না পড়; আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্ব্বল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল41 জেগে থাক ও প্রার্থনা কর যেন প্রলোভনে না পড়। তোমাদের আত্মা ইচ্ছুক বটে, কিন্তু দেহ দুর্বল।” অধ্যায় দেখুন |