মথি 26:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)34 যীশু তাঁহাকে কহিলেন, আমি তোমাকে সত্য কহিতেছি, এই রাত্রিতে মোরগ ডাকিবার পূর্বে তুমি তিন বার আমাকে অস্বীকার করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 ঈসা তাঁকে বললেন, আমি তোমাকে সত্যি বলছি, এই রাতে মোরগ ডাকবার আগে তুমি তিন বার আমাকে অস্বীকার করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 প্রত্যুত্তরে যীশু বললেন, “আমি তোমাকে সত্যিই বলছি, আজ রাত্রে, মোরগ ডাকার আগেই, তুমি তিনবার আমাকে অস্বীকার করবে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 যীশু তাঁকে বললেন, আমি তোমাকে সত্যিই বলছি, আজ রাত্রেই মোরগ ডাকবার আগে আমাকে তুমি তিনবার অস্বীকার করবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 যীশু তাঁহাকে কহিলেন, আমি তোমাকে সত্য কহিতেছি, এই রাত্রিতে কুকুড়া ডাকিবার পূর্ব্বে তুমি তিন বার আমাকে অস্বীকার করিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 যীশু বললেন, “আমি সত্যি বলছি, আজ রাত্রেই তুমি বলবে যে তুমি আমাকে চেনো না। ভোরে মোরগ ডাকার আগেই তুমি আমাকে তিনবার অস্বীকার করবে।” অধ্যায় দেখুন |