Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মথি 26:32 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

32 কিন্তু উত্থিত হইলে পর আমি তোমাদের অগ্রে গালীলে যাইব।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

32 কিন্তু উত্থিত হলে পর আমি তোমাদের আগে গালীলে যাব।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

32 কিন্তু আমি উত্থিত হলে পর, আমি তোমাদের আগেই গালীলে পৌঁছাব।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

32 কিন্তু আমার পুনরুত্থানের পর আমি তোমাদের আগেই গালীলে গিয়ে পৌঁছাব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

32 কিন্তু উত্থিত হইলে পর আমি তোমাদের অগ্রে গালীলে যাইব।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

32 কিন্তু আমি পুনরুত্থিত হবার পর, তোমাদের আগে আগে গালীলে যাব।”

অধ্যায় দেখুন কপি




মথি 26:32
13 ক্রস রেফারেন্স  

তখন যীশু তাঁহাদিগকে কহিলেন, ভয় করিও না; তোমরা যাও, আমার ভ্রাতৃগণকে সংবাদ দেও, যেন তাহারা গালীলে যায়; সেখানে তাহারা আমাকে দেখিতে পাইবে।


পরে একাদশ শিষ্য গালীলে যীশুর নিরূপিত পর্বতে গমন করিলেন,


তাহারা তাঁহার প্রাণদণ্ড বিধান করিবে, এবং বিদ্রূপ করিবার, কোড়া মারিবার ও ক্রুশে দিবার জন্য পরজাতীয়দের হস্তে তাঁহাকে সমর্পণ করিবে; পরে তিনি তৃতীয় দিবসে উঠিবেন।


কিন্তু তোমরা যাও, তাঁহার শিষ্যগণকে আর পিতরকে বল, তিনি তোমাদের অগ্রে গালীলে যাইতেছেন; যেমন তিনি তোমাদিগকে বলিয়াছিলেন, সেখানে তোমরা তাঁহাকে দেখিতে পাইবে।


কিন্তু উঠিলে পর আমি তোমাদের অগ্রে গালীলে যাইব।


সেই সময় অবধি যীশু আপন শিষ্যদিগকে স্পষ্টই বলিতে লাগিলেন যে, তাঁহাকে যিরূশালেমে যাইতে হইবে, এবং প্রাচীনবর্গের, প্রধান যাজকদের ও অধ্যাপকদের হইতে অনেক দুঃখ ভোগ করিতে হইবে, ও হত হইতে হইবে, আর তৃতীয় দিবসে উঠিতে হইবে।


তাহার পরে একেবারে পাঁচ শতের অধিক ভ্রাতাকে দেখা দিলেন, তাহাদের অধিকাংশ লোক অদ্যাপি বর্তমান রহিয়াছে, কিন্তু কেহ কেহ নিদ্রাগত হইয়াছে।


পিতর উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, যদি সকলে আপনাতে বিঘ্ন পায়, আমি কখনও বিঘ্ন পাইব না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন