মথি 24:46 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)46 ধন্য সেই দাস, যাহাকে তাহার প্রভু আসিয়া সেইরূপ করিতে দেখিবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস46 ধন্য সেই গোলাম, যাকে তার মালিক এসে সেরকম কাজ করতে দেখবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ46 তার প্রভু ফিরে এসে তাকে সেই কাজ করতে দেখলে সেই দাসের পক্ষে তা মঙ্গলজনক হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)46 ধন্য সেই ভৃত্য, যার মনিব বাড়ি ফিরে এসে তাকে সেই কাজে ব্যস্ত দেখতে পাবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)46 ধন্য সেই দাস, যাহাকে তাহার প্রভু আসিয়া সেইরূপ করিতে দেখিবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল46 সেই দাস ধন্য যার মনিব ফিরে এসে তাকে তার কর্তব্য করতে দেখবেন। অধ্যায় দেখুন |