Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মথি 24:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

25 দেখ, আমি পূর্বেই তোমাদিগকে বলিলাম।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 দেখ, আমি আগেই তোমাদেরকে বললাম।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 দেখো, ঘটনা ঘটবার পূর্বেই আমি তোমাদের একথা বলে দিলাম।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

25 দেখ, আগে থেকেই আমি তোমাদের এসব বলে রাখলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 দেখ, আমি পূর্ব্বেই তোমাদিগকে বলিলাম।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 দেখ, আমি আগে থেকেই তোমাদের এসব কথা বলে রাখলাম।

অধ্যায় দেখুন কপি




মথি 24:25
9 ক্রস রেফারেন্স  

এই সকল কথা তোমাদিগকে কহিলাম, যেন তোমরা বিঘ্ন না পাও।


সাক্ষ্যের জন্য এই সকল তোমাদের প্রতি ঘটিবে।


দেখ, কেন্দুয়াদের মধ্যে যেমন মেষ, তেমনি আমি তোমাদিগকে প্রেরণ করিতেছি; অতএব তোমরা সর্পের ন্যায় সতর্ক ও কপোতের ন্যায় অমায়িক হও।


কেননা ভাক্ত খ্রীষ্টেরা ও ভাক্ত ভাববাদীরা উঠিবে, এবং এমন মহৎ মহৎ চিহ্ন ও অদ্ভুত অদ্ভুত লক্ষণ দেখাইবে যে, যদি হইতে পারে, তবে মনোনীতদিগকেও ভুলাইবে।


অতএব লোকে যদি তোমাদিগকে বলে, ‘দেখ, তিনি প্রান্তরে,’ তোমরা বাহিরে যাইও না; ‘দেখ, তিনি অন্তরাগারে,’ তোমরা বিশ্বাস করিও না।


দ্বিতীয় বার উপস্থিত হইলে পর এখন অনুপস্থিত আছি বলিয়া, যাহারা পূর্বে পাপ করিয়াছে, তাহাদিগকে ও অন্য সকলকে আমি আগেই বলিয়াছি ও আগেই কহিতেছি, যদি আবার আসি, আমি মমতা করিব না;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন