মথি 24:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)23 তখন যদি কেহ তোমাদিগকে বলে, দেখ, সেই খ্রীষ্ট এখানে, কিম্বা ঐখানে, তোমরা বিশ্বাস করিও না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 তখন যদি কেউ তোমাদেরকে বলে, দেখ, সেই মসীহ্ এখানে, কিংবা ওখানে, তোমরা বিশ্বাস করো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 সেই সময়, কেউ যদি তোমাদের বলে, ‘দেখো, খ্রীষ্ট এখানে!’ অথবা, ‘তিনি ওখানে!’ তোমরা বিশ্বাস কোরো না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 কেউ যদি তখন তোমাদের বলে যে খ্রীষ্ট এখানে রয়েছেন কিম্বা ওখানে আছেন সে কথা বিশ্বাস করো না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 তখন যদি কেহ তোমাদিগকে বলে, দেখ, সেই খ্রীষ্ট এখানে, কিম্বা ওখানে, তোমরা বিশ্বাস করিও না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 “সেই সময় কেউ যদি তোমাদের বলে, ‘দেখ, মশীহ (খ্রীষ্ট)’ এখানে, অথবা ‘দেখ, তিনি ওখানে,’ তাহলে সে কথায় বিশ্বাস করো না। অধ্যায় দেখুন |