মথি 23:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 আর যে মন্দিরের দিব্য করে, সে মন্দিরের, এবং যিনি তথায় বাস করেন, তাঁহারও দিব্য করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 আর যে বায়তুল-মোকাদ্দসের কসম খায়, সে বায়তুল-মোকাদ্দসের এবং যিনি সেখানে বাস করেন, তাঁরও কসম খায়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 আর যে মন্দিরের শপথ করে সে মন্দিরের ও যিনি তার মধ্যে অধিষ্ঠান করেন, তাঁরও শপথ করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 আর যে মন্দিরের দিব্যি করে সে মন্দিরের ও মন্দিরের মধ্যে যিনি বাস করেন তাঁর নামেও দিব্যি করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 আর যে মন্দিরের দিব্য করে, সে মন্দিরের, এবং যিনি তথায় বাস করেন, তাঁহারও দিব্য করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 আর কেউ যখন মন্দিরের নামে শপথ করে, তখন সে জায়গা ও তার মধ্যে যিনি থাকেন, তাঁর নামেও শপথ করে। অধ্যায় দেখুন |