মথি 23:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 তোমরা ‘আচার্য’ বলিয়া সম্ভাষিত হইও না, কারণ তোমাদের আচার্য একজন, তিনি খ্রীষ্ট। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 তোমাদেরকে ‘নেতা’ বলে ডাকুক তা চেয়ো না, কারণ তোমাদের নেতা এক জন, তিনি মসীহ্। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 আবার কেউ তোমাদের ‘আচার্য’ বলে যেন না ডাকে, কারণ তোমাদের আচার্য একজনই তিনি খ্রীষ্ট। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 তোমরা ‘আচার্য’ বলে সম্ভাষিত হয়ো না। কারণ আচার্য তোমাদের একজনই, তিনি খ্রীষ্ট। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 তোমরা ‘আচার্য্য’ বলিয়া সম্ভাষিত হইও না, কারণ তোমাদের আচার্য্য এক জন, তিনি খ্রীষ্ট। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 কেউ যেন তোমাদের আচার্য্য বলে না ডাকে, কারণ তোমাদের আচার্য্য একজনই, তিনি খ্রীষ্ট। অধ্যায় দেখুন |