মথি 22:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)9 অতএব তোমরা রাজপথের মাথায় মাথায় গিয়া যত লোকের দেখা পাও, সকলকে বিবাহের ভোজে ডাকিয়া আন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস9 অতএব তোমরা রাজপথের মাথায় মাথায় গিয়ে যত লোকের দেখা পাও, সকলকে বিয়ের ভোজে ডেকে আন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ9 তোমরা পথের কোণে কোণে যাও এবং যারই সন্ধান পাও, তাকে বিবাহভোজে আমন্ত্রণ করো।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)9 এখন তোমরা রাজপথের মোড়ে মোড়ে গিয়ে যত লোককে দেখতে পাও তাদের সকলকে বিবাহ-ভোজে ডেকে নিয়ে এস।’ অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)9 অতএব তোমরা রাজপথের মাথায় মাথায় গিয়া যত লোকের দেখা পাও, সকলকে বিবাহের ভোজে ডাকিয়া আন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল9 তাই তোমরা রাস্তার মোড়ে মোড়ে যাও আর যত লোকের দেখা পাও, তাদের সকলকে এই ভোজে যোগ দেবার জন্য ডেকে আনো।’ অধ্যায় দেখুন |