Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মথি 22:36 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

36 গুরু, ব্যবস্থার মধ্যে কোন্‌ আজ্ঞা মহৎ?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

36 হুজুর, শরীয়তের মধ্যে কোন্‌ হুকুম মহৎ?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

36 “গুরুমহাশয়, বিধানের মধ্যে সর্বাপেক্ষা মহৎ আজ্ঞা কোনটি?”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

36 গুরুদেব, বিধানের শ্রেষ্ঠ আজ্ঞা কোনটি?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

36 গুরো, ব্যবস্থার মধ্যে কোন্‌ আজ্ঞা মহৎ?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

36 “গুরু, বিধি-ব্যবস্থার মধ্যে সবচেয়ে মহান আদেশ কোনটি?”

অধ্যায় দেখুন কপি




মথি 22:36
8 ক্রস রেফারেন্স  

কিন্তু হা ফরীশীরা, ধিক্‌ তোমাদিগকে, কেননা তোমরা পুদিনা, তেজপত্র ও সকল প্রকার শাকের দশমাংশ দান করিয়া থাক, আর ন্যায়বিচার ও ঈশ্বর-প্রেম উপেক্ষা করিয়া থাক; কিন্তু এই সকল পালন করা, এবং ঐ সকল পরিত্যাগ না করা, তোমাদের উচিত ছিল।


তাহা ঈশ্বরকে দত্ত হইয়াছে,’ সে আপন পিতাকে বা আপন মাতাকে আর সমাদর করিবে না; এইরূপে তোমরা আপনাদের পরমপরাগত বিধির জন্য ঈশ্বরের বাক্য নিষ্ফল করিয়াছ।


আমি তাহার জন্য আপন ব্যবস্থার দশ সহস্র কথা লিখি; কিন্তু সেই সকল বিজাতীয়রূপে গণিত হয়।


আর তাহাদের মধ্যে এক ব্যক্তি, একজন ব্যবস্থাবেত্তা, পরীক্ষা করিবার জন্য তাঁহাকে জিজ্ঞাসা করিল,


তিনি তাহাকে কহিলেন, “তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে, ”


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন