মথি 22:31 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)31 কিন্তু মৃতদের পুনরুত্থান বিষয়ে ঈশ্বর তোমাদিগকে যাহা বলিয়াছেন, তাহা কি তোমরা পাঠ কর নাই? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 কিন্তু মৃতদের পুনরুত্থান বিষয়ে আল্লাহ্ তোমাদেরকে যা বলেছেন, তা কি তোমরা পাঠ কর নি? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 কিন্তু মৃতদের পুনরুত্থান সম্পর্কে বলি, ঈশ্বর তোমাদের কী বলেছেন, তা কি তোমরা পাঠ করোনি? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 মৃতদের পুনরুত্থান সম্বন্ধে স্বয়ং ঈশ্বর কি বলেছেন তা কি তোমরা পড় নি? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 কিন্তু মৃতদের পুনরুত্থান বিষয়ে ঈশ্বর তোমাদিগকে যাহা বলিয়াছেন, তাহা কি তোমরা পাঠ কর নাই? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 মৃতদের জীবিত হয়ে ওঠার বিষয়ে তোমাদের ভালোর জন্য ঈশ্বর নিজে যে কথা বলেছেন, তা কি তোমরা পড়নি? অধ্যায় দেখুন |