মথি 21:45 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)45 তাঁহার এই সকল দৃষ্টান্ত শুনিয়া প্রধান যাজকেরা ও ফরীশীরা বুঝিল যে, তিনি তাহাদেরই বিষয় বলিতেছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস45 তাঁর এসব দৃষ্টান্ত শুনে প্রধান ইমামেরা ও ফরীশীরা বুঝলো যে, তিনি তাদেরই বিষয় বলছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ45 যখন প্রধান যাজকেরা ও ফরিশীরা যীশুর কথিত রূপকগুলি শুনল, তারা বুঝতে পারল, তিনি তাদের সম্পর্কেই সেগুলি বলছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)45 এ সমস্ত উপাখ্যান শুনে প্রধান পুরোহিত ও ফরিশীরা বুঝতে পারলেন যে তিনি তাঁদের সম্পর্কেই এই সব কথা বলছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)45 তাঁহার এই সকল দৃষ্টান্ত শুনিয়া প্রধান যাজকেরা ও ফরীশীরা বুঝিল যে, তিনি তাহাদেরই বিষয় বলিতেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল45 প্রধান যাজকরা ও ফরীশীরা যীশুর দেওয়া এই দৃষ্টান্তগুলি শুনে বুঝতে পারলেন যীশু তাঁদেরই বিষয়ে এই কথাগুলি বললেন। অধ্যায় দেখুন |