মথি 21:42 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)42 যীশু তাহাদিগকে কহিলেন, তোমরা কি কখনও শাস্ত্রে পাঠ কর নাই, “যে প্রস্তর গাঁথকেরা অগ্রাহ্য করিয়াছে, তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল; ইহা প্রভু হইতেই হইয়াছে, ইহা আমাদের দৃষ্টিতে অদ্ভুত”? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস42 ঈসা তাদেরকে বললেন, তোমরা কি কখনও পাক-কিতাবে পাঠ কর নি, “যে পাথরটি রাজমিস্ত্রিরা অগ্রাহ্য করেছে, তা-ই কোণের প্রধান পাথর হয়ে উঠলো; তা প্রভু থেকেই হয়েছে আর তা আমাদের দৃষ্টিতে অদ্ভুত লাগে”? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ42 যীশু তাদের বললেন, “তোমরা কি শাস্ত্রে কখনও পাঠ করোনি: “ ‘গাঁথকেরা যে পাথর অগ্রাহ্য করেছিল, তাই হয়ে উঠল কোণের প্রধান পাথর; প্রভুই এরকম করেছেন, আর তা আমাদের দৃষ্টিতে অবিশ্বাস্য’? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)42 যীশু তাদের বললেন, তোমরা কি কোনদিন শাস্ত্রে এ কথা পড়নি? যে শিলাস্তম্ভটি স্থপতিরা করেছিল বর্জন সেটিই হল কোণের প্রধান প্রস্তর এ মহান কীর্তি প্রভুরই! আমাদের দৃষ্টিতে বিস্ময়কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)42 যীশু তাহাদিগকে কহিলেন, তোমরা কি কখনও শাস্ত্রে পাঠ কর নাই, “যে প্রস্তর গাঁথকেরা অগ্রাহ্য করিয়াছে, তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল; ইহা প্রভু হইতেই হইয়াছে, ইহা আমাদের দৃষ্টিতে অদ্ভুত”? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল42 তখন যীশু তাদের বললেন, “তোমরা কি শাস্ত্রের এই অংশ পড় নি: ‘রাজমিস্ত্রিরা যে পাথরটা বাতিল করে দিয়েছিল, সেই পাথরটাই হয়ে উঠেছে কোণের প্রধান পাথর। এটা প্রভুরই কাজ, এটা আমাদের চোখে আশ্চর্য লাগে।’ অধ্যায় দেখুন |