মথি 21:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)29 সে উত্তর করিল, আমার ইচ্ছা নাই; শেষে অনুশোচনা করিয়া গেল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 সে জবাবে বললো, আমি যাবো না; শেষে অনুশোচনা করে গেল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 “সে উত্তর দিল, ‘আমি যাব না,’ কিন্তু পরে সে মত পরিবর্তন করে কাজ করতে গেল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 ছেলেটি বলল, ‘আজ্ঞে আমি যাব’। কিন্তু পরে সে গেল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 সে উত্তর করিল, আমার ইচ্ছা নাই; শেষে অনুশোচনা করিয়া গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 “কিন্তু তার ছেলে বলল, ‘আমি যেতে চাই না।’ কিন্তু পরে সে তার মত বদলিয়ে কাজে গেল। অধ্যায় দেখুন |