মথি 21:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 পরে অন্ধেরা ও খঞ্জেরা ধর্মধামে তাঁহার নিকট আসিল, আর তিনি তাহাদিগকে সুস্থ করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 পরে অন্ধেরা ও খঞ্জেরা বায়তুল-মোকাদ্দসে তাঁর কাছ আসল, আর তিনি তাদেরকে সুস্থ করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 পরে অন্ধ ও খোঁড়া সকলে মন্দিরে তাঁর কাছে এলে তিনি তাদের সুস্থ করলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 মন্দিরে মধ্যে অন্ধ ও খঞ্জেরা তাঁর কাছে এল, তিনি তাদের সুস্থ করে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 পরে অন্ধেরা ও খঞ্জেরা ধর্ম্মধামে তাঁহার নিকট আসিল, আর তিনি তাহাদিগকে সুস্থ করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 এরপর মন্দির চত্বরের মধ্যে অনেক অন্ধ ও খঞ্জ যীশুর কাছে এলে তিনি তাদের সুস্থ করলেন। অধ্যায় দেখুন |