মথি 20:20 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)20 তখন সিবদিয়ের পুত্রদের মাতা আপনার দুই পুত্রকে সঙ্গে লইয়া তাঁহার নিকটে আসিয়া প্রণিপাতপূর্বক তাঁহার কাছে কিছু যাচ্ঞা করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস20 তখন সিবদিয়ের পুত্রদের মা তাঁর দুই পুত্রকে সঙ্গে নিয়ে তাঁর কাছে এসে মাটিতে উবুড় হয়ে তাঁর কাছে কিছু যাচ্ঞা করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ20 পরে সিবদিয়ের দুই পুত্রের মা তাদের নিয়ে যীশুর কাছে এলেন এবং নতজানু হয়ে তাঁর কাছে এক প্রার্থনা চাইলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)20 সিবদিয়ের স্ত্রী (যাকোব -যোহনের মা) তাঁর দুই ছেলেকে নিয়ে যীশুর কাছে এসে প্রণাম করে তাঁকে কিছু বলতে চাইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)20 তখন সিবদিয়ের পুত্রদের মাতা আপনার দুই পুত্রকে সঙ্গে লইয়া তাঁহার নিকটে আসিয়া প্রণিপাত পূর্ব্বক তাঁহার কাছে কিছু যাচ্ঞা করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল20 পরে সিবদিয়ের ছেলেদের মা তার দুই ছেলেকে নিয়ে যীশুর কাছে এসে তাঁকে প্রণাম করে বললেন, আমার জন্য কিছু করুন। অধ্যায় দেখুন |