মথি 20:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 আমার নিজের যাহা, তাহা আপনার ইচ্ছামত ব্যবহার করিবার অধিকার কি আমার নাই? না আমি দয়ালু বলিয়া তোমার চক্ষু টাটাইতেছে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 যা আমার নিজের, তা আমার ইচ্ছামত ব্যবহার করার অধিকার কি আমার নেই? না আমি দয়ালু বলে তোমার চোখ টাটাচ্ছে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 আমার অর্থ নিজের ইচ্ছামতো ব্যবহার করার কি অধিকার আমার নেই? না, আমি সদয় বলে তুমি ঈর্ষাকাতর হয়ে পড়েছ?’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 আমার অর্থ ইচ্ছামত ব্যয় করার অধিকার কি আমার নেই? না, আমি উদার লোক বলে তোমার অর্ন্তজ্বালা হচ্ছে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 আমার নিজের যাহা, তাহা আপনার ইচ্ছামতে ব্যবহার করিবার অধিকার কি আমার নাই? না আমি দয়ালু বলিয়া তোমার চোখ টাটাইতেছে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 যা আমার নিজের, তা আমার খুশীমতো ব্যবহার করার অধিকার কি আমার নেই? আমি দয়ালু, এই জন্য কি তোমার ঈর্ষা হচ্ছে?’ অধ্যায় দেখুন |