মথি 2:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 তাহাতে তিনি উঠিয়া শিশুটিকে ও তাঁহার মাতাকে লইয়া ইস্রায়েল দেশে আসিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 তাতে তিনি উঠে শিশুটিকে ও তাঁর মাকে নিয়ে ইসরাইল দেশে আসলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 তাই তিনি উঠে শিশুটি ও তাঁর মা মরিয়মকে নিয়ে ইস্রায়েল দেশে গেলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 যোষেফ তখন তাঁদের নিয়ে ইসরায়েল দেশে ফিরে এলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তাহাতে তিনি উঠিয়া শিশুটীকে ও তাঁহার মাতাকে লইয়া ইস্রায়েল দেশে আসিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 তখন যোষেফ উঠে সেই শিশু ও তাঁর মাকে নিয়ে ইস্রায়েল দেশে গেলেন। অধ্যায় দেখুন |