মথি 19:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 মিথ্যা সাক্ষ্য দিও না, পিতা ও মাতাকে সমাদর করিও, এবং তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিও”। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 মিথ্যা সাক্ষ্য দিও না, পিতা ও মাতাকে সমাদর করো এবং তোমার প্রতিবেশীকে নিজের মত মহব্বত করো”। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 তোমার পিতামাতাকে সম্মান কোরো ও তোমার প্রতিবেশীকে নিজের মতোই প্রেম কোরো।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 মিথ্যা সাক্ষ্য দেবে না, মাতা পিতাকে সম্মান করবে এবং তোমার প্রতিবেশীকে নিজের মতই ভালবাসবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 পিতা ও মাতাকে সমাদর করিও, এবং তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিও”। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 তোমার বাবা-মাকে সম্মান করো’ ও ‘প্রতিবেশীকে নিজের মতো ভালবেসো।’” অধ্যায় দেখুন |