মথি 18:27 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)27 তখন সেই দাসের প্রভু করুণাবিষ্ট হইয়া তাহাকে মুক্ত করিলেন ও তাহার ঋণ ক্ষমা করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 তখন সেই গোলামের মালিক করুণাবিষ্ট হয়ে তাকে মুক্ত করলেন ও তার ঋণ মাফ করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 সেই দাসের মনিব তাঁকে দয়া করে তার ঋণ মকুব করলেন ও তাকে চলে যেতে দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 তখন তার মনিব তার প্রতি করুণাপরবেশ হয়ে সমস্ত ঋণ মকুব করে তাকে মুক্ত করে দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 তখন সে দাসের প্রভু করুণাবিষ্ট হইয়া তাহাকে মুক্ত করিলেন ও তাহার ঋণ ক্ষমা করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 সেই কথা শুনে সেই দাসের প্রতি মনিবের অনুকম্পা হল, তিনি তার সব ঋণ মকুব করে দিয়ে তাকে মুক্ত করে দিলেন। অধ্যায় দেখুন |
আর তাহারা কথা শুনিতে অস্বীকার করিল, এবং তুমি তাহাদের মধ্যে যে সকল অদ্ভুত কার্য করিয়াছিলে, তাহা স্মরণে রাখিল না, কিন্তু আপন আপন গ্রীবা শক্ত করিল, দাসত্বে ফিরিয়া যাইবার নিমিত্তে বিদ্রোহী হইয়া এক সেনাপতিকে নিযুক্ত করিল; কিন্তু তুমি ক্ষমাবান ঈশ্বর, কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান, তাই তাহাদিগকে ত্যাগ করিলে না।