মথি 18:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 কেননা আমি তোমাদিগকে কহিতেছি, তাহাদের দূতগণ স্বর্গে সতত আমার স্বর্গস্থ পিতার মুখ দর্শন করেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 কেননা আমি তোমাদেরকে বলছি, তাদের ফেরেশতারা বেহেশতে সতত আমার বেহেশতী পিতার মুখ দর্শন করেন। কারণ যারা হারিয়ে গেছে, তাদের নাজাত করতে ইবনুল-ইনসান এসেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেলঅধ্যায় দেখুন |