Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মথি 15:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

7 কপটীরা, যিশাইয় তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববাণী বলিয়াছেন,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

7 ভণ্ডরা, নবী ইশাইয়া তোমাদের বিষয়ে বিলক্ষণ ভবিষ্যদ্বাণী বলেছেন,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

7 ভণ্ডের দল! যিশাইয় তোমাদের সম্পর্কে সঠিক ভবিষ্যদ্‌বাণী করেছেন:

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

7 ভণ্ডের দল! নবী যিশাইয় তোমাদের সম্বন্ধে সঠিক কথাই বলে গিয়েছেনঃ

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

7 কপটীরা, যিশাইয় তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববাণী বলিয়াছেন,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

7 তোমরা হলে ভণ্ড! ভাববাদী যিশাইয় তোমাদের বিষয়ে ঠিকই ভাববাণী করেছেন:

অধ্যায় দেখুন কপি




মথি 15:7
7 ক্রস রেফারেন্স  

তিনি তাহাদিগকে কহিলেন, কপটীরা, যিশাইয় তোমাদের বিষয়ে বিলক্ষণ ভাববাণী বলিয়াছেন, যেমন লেখা আছে, “এই লোকেরা ওষ্ঠাধরে আমার সম্মান করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে।


হে কপটি, আগে আপনার চক্ষু হইতে কড়িকাট বাহির করিয়া ফেল, আর তখন তোমার ভ্রাতার চক্ষু হইতে কুটাগাছটা বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে।


তাহা ঈশ্বরকে দত্ত হইয়াছে,’ সে আপন পিতাকে বা আপন মাতাকে আর সমাদর করিবে না; এইরূপে তোমরা আপনাদের পরমপরাগত বিধির জন্য ঈশ্বরের বাক্য নিষ্ফল করিয়াছ।


“এই লোকেরা ওষ্ঠাধরে আমার সমাদর করে, কিন্তু ইহাদের অন্তঃকরণ আমা হইতে দূরে থাকে;


তাহাতে যাজক দেখিবে, আর দেখ, যদি তাহার পামা চর্মে ব্যাপিয়া থাকে, তবে যাজক তাহাকে অশুচি বলিবে, তাহা কুষ্ঠরোগ।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন