মথি 15:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)34 যীশু তাঁহাদিগকে বলিলেন, তোমাদের কাছে কয়খানা রুটি আছে? তাঁহারা কহিলেন, সাতখানা, আর কয়েকটি ছোট মাছ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস34 ঈসা তাঁদেরকে বললেন, তোমাদের কাছে কয়-খানা রুটি আছে? তাঁরা বললেন, সাতখানা, আর কয়েকটি ছোট মাছ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ34 যীশু জিজ্ঞাসা করলেন, “তোমাদের কাছে কতগুলি রুটি আছে?” তাঁরা উত্তর দিলেন, “সাতটি, আর কয়েকটি ছোটো মাছ।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)34 যীশু তাদের বললেন, তোমাদের কাছে ক'খানা রুটি আছে? তাঁরা বললেন, সাতখানা রুটি আর কয়েকটি ছোট ভাজা মাছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)34 যীশু তাঁহাদিগকে বলিলেন, তোমাদের কাছে কয়খানা রুটী আছে? তাঁহারা কহিলেন, সাতখানা, আর কয়েকটী ছোট মাছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল34 যীশু তাঁদের বললেন, “তোমাদের কাছে কটা রুটি আছে?” তাঁরা বললেন, “সাতখানা রুটি ও কয়েকটা ছোট মাছ আছে।” অধ্যায় দেখুন |