Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




মথি 15:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

34 যীশু তাঁহাদিগকে বলিলেন, তোমাদের কাছে কয়খানা রুটি আছে? তাঁহারা কহিলেন, সাতখানা, আর কয়েকটি ছোট মাছ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 ঈসা তাঁদেরকে বললেন, তোমাদের কাছে কয়-খানা রুটি আছে? তাঁরা বললেন, সাতখানা, আর কয়েকটি ছোট মাছ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 যীশু জিজ্ঞাসা করলেন, “তোমাদের কাছে কতগুলি রুটি আছে?” তাঁরা উত্তর দিলেন, “সাতটি, আর কয়েকটি ছোটো মাছ।”

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

34 যীশু তাদের বললেন, তোমাদের কাছে ক'খানা রুটি আছে? তাঁরা বললেন, সাতখানা রুটি আর কয়েকটি ছোট ভাজা মাছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 যীশু তাঁহাদিগকে বলিলেন, তোমাদের কাছে কয়খানা রুটী আছে? তাঁহারা কহিলেন, সাতখানা, আর কয়েকটী ছোট মাছ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34 যীশু তাঁদের বললেন, “তোমাদের কাছে কটা রুটি আছে?” তাঁরা বললেন, “সাতখানা রুটি ও কয়েকটা ছোট মাছ আছে।”

অধ্যায় দেখুন কপি




মথি 15:34
5 ক্রস রেফারেন্স  

নির্জন স্থানে আমরা কোথায় এত রুটি পাইব যে, এত লোককে তৃপ্ত করিতে পারি?


তখন তিনি লোকদিগকে ভূমিতে বসিতে আজ্ঞা করিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন