মথি 15:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)29 পরে যীশু তথা হইতে প্রস্থান করিয়া গালীল-সমুদ্রের ধারে উপস্থিত হইলেন, এবং পর্বতে উঠিয়া সেই স্থানে বসিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 পরে ঈসা সেখান থেকে প্রস্থান করে গালীল সমুদ্রের ধারে উপস্থিত হলেন এবং পর্বতে উঠে সেই স্থানে বসলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 যীশু সেই স্থান ত্যাগ করে গালীল সাগরের তীরে উপস্থিত হলেন। তারপর তিনি এক পাহাড়ের উপরে উঠে বসলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 সেখান থেকে যীশু গালীল সাগরের তীর ধরে চলতে লাগলেন। একটা পাহাড়ে উঠে গিয়ে তিনি বসলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 পরে যীশু তথা হইতে প্রস্থান করিয়া গালীল-সমুদ্রের ধারে উপস্থিত হইলেন, এবং পর্ব্বতে উঠিয়া সেই স্থানে বসিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 এরপর যীশু সেখান থেকে গালীল হ্রদের তীর ধরে চললেন। তিনি একটা পাহাড়ের ওপর উঠে সেখানে বসলেন। অধ্যায় দেখুন |