মথি 15:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 তখন যিরূশালেম হইতে ফরীশীরা ও অধ্যাপকেরা যীশুর নিকটে আসিয়া কহিল, আপনার শিষ্যগণ কি জন্য প্রাচীনদের পরমপরাগত বিধি লঙ্ঘন করে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 তখন জেরুশালেম থেকে ফরীশীরা ও আলেমেরা ঈসার কাছে এসে বললো, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 তখন জেরুশালেম থেকে কয়েকজন ফরিশী ও শাস্ত্রবিদ যীশুর কাছে এসে জিজ্ঞাসা করল, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 সেই সময়ে জেরুশালেন থেকে কয়েকজন ফরিশী ও শাস্ত্রী যীশুর কাছে এসে বললেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 তখন যিরূশালেম হইতে ফরীশীরা ও অধ্যাপকেরা যীশুর নিকটে আসিয়া কহিল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 জেরুশালেম থেকে কয়েকজন ফরীশী ও ব্যবস্থার শিক্ষক যীশুর সঙ্গে দেখা করতে এলেন। তাঁরা যীশুকে বললেন, অধ্যায় দেখুন |