মথি 14:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 তাঁহারা তাঁহাকে কহিলেন, আমাদের এখানে কেবল পাঁচখানি রুটি ও দুইটি মাছ ছাড়া আর কিছুই নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 তাঁরা তাঁকে বললেন, আমাদের এখানে কেবল পাঁচখানি রুটি ও দু’টি মাছ ছাড়া আর কিছুই নেই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 তারা উত্তর দিলেন, “এখানে আমাদের কাছে কেবলমাত্র পাঁচটি রুটি ও দুটি মাছ আছে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তাঁরা বললেন, আমাদের কাছে মাত্র পাঁচখানা রুটি আর দুটি মাছ ছাড়া আর কিছুই নেই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 তাঁহারা তাঁহাকে কহিলেন, আমাদের এখানে কেবল পাঁচখানি রুটী ও দুইটী মাছ ছাড়া আর কিছুই নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 তখন তার শিষ্যরা তাঁকে বললেন, “এখানে আমাদের কাছে পাঁচখানা রুটি আর দুটো মাছ ছাড়া আর কিছুই নেই।” অধ্যায় দেখুন |