মথি 13:46 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)46 সে একটি মহামূল্য মুক্তা দেখিতে পাইয়া গিয়া সর্বস্ব বিক্রয় করিয়া তাহা ক্রয় করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস46 সে একটি মহামূল্য মুক্তা দেখতে পেয়ে গিয়ে সর্বস্ব বিক্রি করে তা ক্রয় করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ46 যখন সে অমূল্য এক মুক্তার সন্ধান পেল সে ফিরে গিয়ে সর্বস্ব বিক্রি করে তা কিনে নিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)46 একটি বহুমূল্য মুক্তোর সন্ধান পেয়ে সে গিয়ে তার যা কিছু ছিল সব বিক্রী করে দিল এবং সেই মুক্তাটি কিনে নিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)46 সে একটী মহামূল্য মুক্তা দেখিতে পাইয়া গিয়া সর্ব্বস্ব বিক্রয় করিয়া তাহা ক্রয় করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল46 যখন সে একটা খুব দামী মুক্তার খোঁজ পেল, তখন গিয়ে তার যা কিছু ছিল সব বিক্রি করে সেই মুক্তাটাই কিনল। অধ্যায় দেখুন |