মথি 12:49 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)49 পরে তিনি তাঁহার শিষ্যগণের দিকে হাত বাড়াইয়া কহিলেন, এই দেখ, আমার মাতা ও আমার ভ্রাতারা; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস49 পরে তিনি তাঁর সাহাবীদের দিকে হাত বাড়িয়ে বললেন, এই দেখ, আমার মা ও আমার ভাইয়েরা; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ49 তাঁর শিষ্যদের দিকে ইশারা করে তিনি বললেন, “এই যে আমার মা ও ভাইয়েরা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)49 তারপর তিনি তাঁর শিষ্যদের দেখিয়ে বললেন, এরাই আমার মা ও ভাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)49 এই দেখ, আমার মাতা ও আমার ভ্রাতারা; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল49 এরপর তিনি তাঁর অনুগামীদের দেখিয়ে বললেন, “দেখ! এরাই আমার মা, আমার ভাই। অধ্যায় দেখুন |