মথি 12:41 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)41 নীনবীর লোকেরা বিচারে এই কালের লোকদের সহিত দাঁড়াইয়া ইহাদিগকে দোষী করিবে, কেননা তাহারা যোনার প্রচারে মন ফিরাইয়াছিল, আর দেখ, যোনা হইতে মহান এক ব্যক্তি এখানে আছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস41 নিনেভের লোকেরা বিচারে এই কালের লোকদের সঙ্গে দাঁড়িয়ে এদেরকে দোষী করবে, কেননা তারা ইউনুসের তবলিগে মন ফিরিয়েছিল, আর দেখ, ইউনুস থেকে মহান এক ব্যক্তি এখানে আছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ41 বিচারের দিনে নীনবী নগরের লোকেরা এই প্রজন্মের লোকদের সঙ্গে উঠে দাঁড়াবে ও এদের অভিযুক্ত করবে; কারণ তারা যোনার প্রচারে মন পরিবর্তন করেছিল, আর এখন যোনার চেয়েও মহান একজন এখানে উপস্থিত আছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)41 বিচারের দিনে নিনভির মানুষ এ যুগের লোকদের পাশে দাঁড়িয়ে এদের দোষী সাব্যস্ত করবে, কারণ যোনার প্রচারের ফলে তারা তাদের হৃদয় পরিবর্তন করেছিল। অথচ যোনার চেয়ে মহান কেউ এখানে আছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)41 নীনবীয় লোকেরা বিচারে এই কালের লোকদের সহিত দাঁড়াইয়া ইহাদিগকে দোষী করিবে, কেননা তাহারা যোনার প্রচারে মন ফিরাইয়াছিল, আর দেখ, যোনা হইতে মহান্ এক ব্যক্তি এখানে আছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল41 বিচারের দিনে নীনবীয় লোকেরা এই কালের লোকদের বিরুদ্ধে উঠে দাঁড়িয়ে তাদের দোষী করবে, কারণ নীনবীয় লোকেরা যোনার প্রচারের ফলে তাদের মন ফেরাল। আর দেখ, যোনার চেয়ে এখানে আরও একজন মহান আছেন। অধ্যায় দেখুন |