মথি 12:38 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)38 তখন কয়েক জন অধ্যাপক ও ফরীশী তাঁহাকে বলিল, হে গুরু, আমরা আপনার কাছে কোন চিহ্ন-কার্য দেখিতে ইচ্ছা করি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 তখন কয়েক জন আলেম ও ফরীশী তাঁকে বললো, হুজুর, আমরা আপনার কাছে কোন চিহ্ন-কাজ দেখতে ইচ্ছা করি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ38 এরপরে কয়েকজন ফরিশী ও শাস্ত্রবিদ তাঁকে বলল, “গুরুমহাশয়, আমরা আপনার কাছ থেকে কোনও অলৌকিক চিহ্ন দেখতে চাই।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 সেই সময়ে কয়েকজন শাস্ত্রী ও ফরিশী যীশুকে বললেন, আপনার কাছ থেকে কোনো একটি অলৌকিক নিদর্শন আমরা দেখতে চাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 তখন কয়েক জন অধ্যাপক ও ফরীশী তাঁহাকে বলিল, হে গুরু, আমরা আপনার কাছে কোন চিহ্ন দেখিতে ইচ্ছা করি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 এরপর কয়েকজন ফরীশী ও ব্যবস্থার শিক্ষক যীশুর কাছে এসে বললেন, “হে গুরু, আমরা আপনার কাছ থেকে কোন চিহ্ন বা অলৌকিক কাজ দেখতে চাই।” অধ্যায় দেখুন |