মথি 12:35 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)35 ভাল মানুষ ভাল ভাণ্ডার হইতে ভাল দ্রব্য বাহির করে, এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দ দ্রব্য বাহির করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস35 ভাল মানুষ ভাল ভাণ্ডার থেকে ভাল দ্রব্য বের করে এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার থেকে মন্দ দ্রব্য বের করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ35 ভালো মানুষ তার অন্তরের সঞ্চিত ভালো ভাণ্ডার থেকে ভালো বিষয়ই বের করে এবং মন্দ মানুষ তার অন্তরের সঞ্চিত মন্দ ভাণ্ডার থেকে মন্দ বিষয়ই বের করে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)35 সৎ লোক তার ভাল জিনিসের ভাণ্ডার থেকে ভাল জিনিসই বের করে, আর অসৎ লোক তার মন্দ জিনিসের ভাণ্ডার থেকে মন্দ জিনিসই বের করে আনে।, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)35 ভাল মানুষ ভাল ভাণ্ডার হইতে ভাল দ্রব্য বাহির করে, এবং মন্দ মানুষ মন্দ ভাণ্ডার হইতে মন্দ দ্রব্য বাহির করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল35 ভাল লোক তার অন্তরে ভাল কথাই সঞ্চিত রাখে, আর ভাল কথাই বলে; কিন্তু যার অন্তরে মন্দ বিষয় থাকে, সে তার মুখ দিয়ে মন্দ কথাই বলে। অধ্যায় দেখুন |