মথি 10:38 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)38 আর যে কেহ আপন ক্রুশ তুলিয়া লইয়া আমার পশ্চাৎ না আইসে, সে আমার যোগ্য নয়। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস38 আর যে কেউ নিজের ক্রুশ তুলে নিয়ে আমাকে অনুসরণ না করে, সে আমার যোগ্য নয়। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ38 আর যে আমার অনুগামী হতে চায় অথচ নিজের ক্রুশ বহন করে না, সে আমার যোগ্য নয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)38 যে নিজের ক্রুশ বহন করে আমার অনুসরণ না করে সেও আমার যোগ্য নয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)38 আর যে কেহ আপন ক্রুশ তুলিয়া লইয়া আমার পশ্চাৎ না আইসে, সে আমার যোগ্য নয়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল38 যে নিজের ক্রুশ তুলে নিয়ে আমার পথে না চলে, সেও আমার শিষ্য হবার যোগ্য নয়। অধ্যায় দেখুন |