মথি 10:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)29 দুইটি চড়াই পাখী কি এক পয়সায় বিক্রয় হয় না? আর তোমাদের পিতার অনুমতি বিনা তাহাদের একটিও ভূমিতে পড়ে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 দু’টি চড়াই পাখি কি এক পয়সায় বিক্রি হয় না? আর তোমাদের পিতার অনুমতি ছাড়া তাদের একটিও ভূমিতে পড়ে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 দুটি চড়ুইপাখি কি এক পয়সায় বিক্রি হয় না? তবুও, তোমাদের পিতার ইচ্ছা ব্যতিরেকে তাদের একটিও মাটিতে পড়ে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 দুটি চড়ুই পাখি এক পয়সায় বিক্রী হয়, কিন্তু তোমাদের পিতার অজান্তে তাদের একটিও ধরা পড়ে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 দুইটী চড়াই পাখী কি এক পয়সায় বিক্রয় হয় না? আর তোমাদের পিতার অনুমতি বিনা তাহাদের একটীও ভূমিতে পড়ে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 দুটো চড়াই পাখি কি মাত্র কয়েক পয়সায় বিক্রি হয় না? তবু তোমাদের পিতার অনুমতি ছাড়া তাদের একটাও মাটিতে পড়ে না। অধ্যায় দেখুন |