মথি 10:27 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)27 আমি যাহা তোমাদিগকে অন্ধকারে বলি, তাহা তোমরা আলোতে বলিও; এবং যাহা কানে কানে শুন, তাহা ছাদের উপরে প্রচার করিও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 আমি যা তোমাদেরকে অন্ধকারে বলি, তা তোমরা আলোতে বলো এবং যা কানে কানে শোন, তা ছাদের উপর থেকে প্রচার করো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 আমি তোমাদের অন্ধকারে যা কিছু বলি, দিনের আলোয় তোমরা তা বোলো; তোমাদের কানে কানে যা বলা হয়, তা ছাদের উপর থেকে ঘোষণা কোরো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 অন্ধকারে আমি তোমাদের যা বলি আলোতে তোমরা তা প্রচার করো, নিভৃতে তোমরা যা শুনবে প্রকাশ্যে তা ঘোষণা করো। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 আমি যাহা তোমাদিগকে অন্ধকারে বলি, তাহা তোমরা আলোতে বলিও; এবং যাহা কাণে কাণে শুন, তাহা ছাদের উপরে প্রচার করিও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 অন্ধকারের মধ্যে আমি যা বলছি, আমি চাই তা তোমরা দিনের আলোতে বল। আর আমি তোমাদের কানে যা বলছি, আমি চাই তা তোমরা ছাদের উপর থেকে চিৎকার করে বল। অধ্যায় দেখুন |