মথি 1:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 যিশয়ের পুত্র দায়ূদ রাজা। দায়ূদের পুত্র শলোমন, ঊরিয়ের বিধবার গর্ভজাত; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 ইয়াসিরের পুত্র বাদশাহ্ দাউদ। দাউদের পুত্র সোলায়মান, ঊরিয়ের বিধবার গর্ভজাত; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 ও যিশয়ের পুত্র রাজা দাউদ। দাউদের পুত্র শলোমন, তাঁর মা ছিলেন ঊরিয়ের বিধবা স্ত্রী। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 যিশয়ের পুত্র রাজা দাউদ। দাউদের পুত্র শলোমন, উরিয়ের বিধবার গর্ভজাত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 যিশয়ের পুত্র দায়ূদ রাজা। দায়ূদের পুত্র শলোমন, ঊরিয়ের বিধবার গর্ভজাত; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 যিশয়ের ছেলে রাজা দায়ূদ। দায়ূদের ছেলে রাজা শলোমন। (এর মা ছিলেন ঊরিয়ের বিধবা স্ত্রী।) অধ্যায় দেখুন |
এই জন্য তোমরা সকলে কি আমার বিরুদ্ধে চক্রান্ত করিয়াছ? যিশয়ের পুত্রের সহিত আমার পুত্র যে নিয়ম করিয়াছে, তাহা কেহ আমার কর্ণগোচর করে নাই; এবং আমার পুত্র অদ্যকার মত আমার বিরুদ্ধে ঘাঁটি বসাইবার জন্য আমার দাসকে যে উস্কাইয়া দিয়াছে, ইহাতেও তোমাদের মধ্যে কেহ আমার জন্য দুঃখিত হয় নাই বা আমাকে তাহা জ্ঞাত করে নাই।