মথি 1:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 যোশিয়ের সন্তান যিকনিয় ও তাঁহার ভ্রাতৃগণ, বাবিলে নির্বাসন কালে জাত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 ইউসিয়ার সন্তান যিকনিয় ও তাঁর ভাইয়েরা, তারা ব্যাবিলনে নির্বাসন কালে জন্মগ্রহণ করেছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 আর যোশিয়ের পুত্র যিকনিয় ও তাঁর ভাইয়েরা, ব্যাবিলনে নির্বাসনকালে এঁদের জন্ম হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 যোশিয়ের পুত্র যিকনিয় ও তাঁর ভাইয়েরা, ব্যাবিলনে নির্বাসনের সময়ে জাত; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 যোশিয়ের সন্তান যিকনিয় ও তাঁহার ভ্রাতৃগণ, বাবিলে নির্ব্বাসন কালে জাত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 যোশিয়ের ছেলে যিকনিয় ও তার ভাইরা। বাবিলে ইহুদীদের নির্বাসনের সময় এঁরা জন্মেছিলেন। অধ্যায় দেখুন |