Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 5:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

11 সিয়োনে রমণীগণ ভ্রষ্টা হইল, যিহূদার নগর-সমূহে কুমারীরা ভ্রষ্টা হইল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

11 সিয়োনে রমণীরা ভ্রষ্টা হল, এহুদার নগরগুলোতে কুমারীরা ভ্রষ্টা হল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

11 সিয়োনে নারীদের অপবিত্র করা হয়েছে, এবং যিহূদার নগরগুলিতে কুমারী-কন্যারা ধর্ষিতা হয়েছে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

11 সিয়োনে আমাদের পত্নীরা হয়েছে ধর্ষিতা, যিহুদীয়ার প্রতিটি গ্রামে কুমারী কন্যাদের বাধ্য করা হয়েছে দেহদানে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

11 সিয়োনে রমণীগণ ভ্রষ্টা হইল, যিহূদার নগর-সমূহে কুমারীরা ভ্রষ্টা হইল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

11 শত্রুরা সিয়োনের মেয়েদের ধর্ষণ করেছে। তাদের কাছে যিহূদার কুমারী কন্যারাও আছে।

অধ্যায় দেখুন কপি




বিলাপ 5:11
3 ক্রস রেফারেন্স  

কারণ আমি সমুদয় জাতিকে যুদ্ধার্থে যিরূশালেমের বিরুদ্ধে সংগ্রহ করিব; তাহাতে নগর শত্রুহস্তগত, সকল গৃহের দ্রব্য লুণ্ঠিত, ও স্ত্রীলোকেরা বলাৎকৃত হইবে, এবং নগরের অর্ধেক লোক নির্বাসনে যাইবে, আর অবশিষ্ট প্রজারা নগর হইতে উচ্ছিন্ন হইবে না।


আর তাহাদের চক্ষুর সম্মুখে তাহাদের শিশুগণকে আছড়ান যাইবে, তাহাদের গৃহ লুন্ঠিত হইবে, ও তাহাদের স্ত্রীগণ বলাৎকৃত হইবে।


তোমার প্রতি কন্যার বাগ্‌দান হইবে, কিন্তু অন্য পুরুষ তাহাতে উপগত হইবে; তুমি গৃহ নির্মাণ করিবে, কিন্তু তাহাতে বাস করিতে পাইবে না; দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিবে, কিন্তু তাহার ফল ভোগ করিবে না।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন