বিলাপ 4:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 যাহারা উপাদেয় দ্রব্য ভোজন করিত, তাহারা অনাথ হইয়া পথে পথে রহিয়াছে; যাহাদিগকে সিন্দূরবর্ণ বস্ত্র পরাইয়া লালন পালন করা যাইত, তাহারা সারের ঢিবি আলিঙ্গন করিতেছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 যারা উপাদেয় দ্রব্য ভোজন করতো, তারা এতিম হয়ে পথে পথে রয়েছে; যাদেরকে লাল রংয়ের কাপড় পরিয়ে লালন-পালন করা যেত, তারা সারের ঢিবি আলিঙ্গন করছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 একদিন যারা উৎকৃষ্ট আহার্য গ্রহণ করত আজ তারা পথে পথে অসহায় হয়ে পড়ে আছে। যারা রাজকীয় বেগুনিয়া পোশাক পরে প্রতিপালিত হয়েছে, তারা এখন ভস্মস্তূপে শুয়ে আছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 কিন্তু কে দেবে ভিক্ষা? একদা উত্তম খাদ্যে পরিতৃপ্ত ছিল যারা, লালিত হয়েছিল আরামে-বিলাসে, অনাহারে আজ তারা পথে শুয়ে মৃত্যুর প্রতীক্ষায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 যাহারা উপাদেয় দ্রব্য ভোজন করিত, তাহারা অনাথ হইয়া পথে পথে রহিয়াছে; যাহাদিগকে সিন্দূরবর্ণ বস্ত্র পরাইয়া লালন পালন করা যাইত, তাহারা সারের ঢিবী আলিঙ্গন করিতেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 এক সময় যারা খুব দামী দামী খাবার খেয়েছে, এখন তারাই খিদের জ্বালায় রাস্তায় মরছে। সুন্দর লাল পোশাক পরে যারা এমশঃ বড় হয়েছে, তারাই এখন খাদ্যের সন্ধানে আবর্জনার স্তুপ ঘেঁটে ফিরছে। অধ্যায় দেখুন |