বিলাপ 4:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 স্তন্যপায়ী শিশুর জিহ্বা পিপাসায় তালুতে সংলগ্ন হইয়াছে; বালক-বালিকারা রুটি চাহিতেছে, কেহ তাহাদিগকে দেয় না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 স্তন্যপায়ী শিশুর জিহ্বা পিপাসায় তালুতে সংলগ্ন হয়েছে; বালক-বালিকারা রুটি চাচ্ছে, কেউ তাদেরকে তা দেয় না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 পিপাসিত হওয়ার কারণে কোলের শিশুদের জিভ মুখের তালুতে আটকে যায়; শিশুরা রুটি ভিক্ষা চায়, কিন্তু কেউই তাদের তা দেয় না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তাদের শিশু সন্তানেরা আজ মৃতপ্রায় ক্ষুধায় তৃষ্ণায় একমুঠো অন্নের জন্য কোলের শিশুরা ভিক্ষা করে দুয়ারে দুয়ারে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 স্তন্যপায়ী শিশুরা জিহ্বা পিপাসায় তালুতে সংলগ্ন হইয়াছে; বালকবালিকারা রুটী চাহিতেছে, কেহ তাহাদিগকে বাঁটিয়া দেয় না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তৃষ্ণায় ছোট্ট শিশুর জিভটা মুখে আটকে পড়েছে। ছেলেমেয়েরা খাবার চাইছে। কিন্তু কেউই তাদের খাবার দেয় না। অধ্যায় দেখুন |