বিলাপ 3:61 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)61 হে সদাপ্রভু, তুমি উহাদের টিট্কারি ও আমার বিরুদ্ধে কৃত উহাদের সমস্ত সঙ্কল্প শুনিয়াছ; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস61 হে মাবুদ, তুমি ওদের টিটকারি ও আমার বিরুদ্ধে কৃত ওদের সমস্ত সঙ্কল্প শুনেছ; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ61 হে সদাপ্রভু, তুমি তাদের টিটকিরি, আমার বিরুদ্ধে তাদের সব ষড়যন্ত্রের কথা শুনেছ, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)61 হে প্রভু পরমেশ্বর, কি অপমান তারা করে আমায়, শুনেছ সবই তুমি। তুমি তো জান তাদের সকল মন্ত্রণা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)61 হে সদাপ্রভু, তুমি উহাদের টিটকারি ও আমার বিরুদ্ধে কৃত উহাদের সমস্ত সঙ্কল্প শুনিয়াছ; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল61 প্রভু, ওরা কিভাবে আমাকে অপমান করেছে তা শুনুন। আমার বিরুদ্ধে ওদের সমস্ত শয়তানি পরিকল্পনার কথা শুনুন। অধ্যায় দেখুন |