বিলাপ 3:59 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)59 হে সদাপ্রভু, তুমি আমার প্রতি কৃত উপদ্রব দেখিয়াছ, আমার বিচার নিষ্পত্তি কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস59 হে মাবুদ, তুমি আমার প্রতি কৃত জুলুম দেখেছ, আমার বিচার নিষ্পত্তি কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ59 হে সদাপ্রভু, আমার প্রতি যে অন্যায় করা হয়েছে, তা তুমি দেখেছ। আমার বিচার করে তুমি আমাকে নির্দোষ প্রতিপন্ন করো! অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)59 বিচার কর তুমি আমার অনুকূলে, জান তুমি কত অন্যায় অবিচার হয়েছে আমার উপর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)59 হে সদাপ্রভু, তুমি আমার প্রতি কৃত উপদ্রব দেখিয়াছ, আমার বিচার নিষ্পত্তি কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল59 প্রভু, আমার দুর্দশা দেখুন। আমায় ন্যায় পেতে সাহায্য করুন। অধ্যায় দেখুন |