বিলাপ 3:58 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)58 হে, প্রভু, তুমি আমার প্রাণের বিবাদ সকল নিষ্পত্তি করিয়াছ; আমার জীবন মুক্ত করিয়াছ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস58 হে, প্রভু, তুমি আমার প্রাণের সমস্ত ঝগড়া নিষ্পত্তি করেছ; আমার জীবন মুক্ত করেছ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ58 হে সদাপ্রভু, তুমি আমার পক্ষ নিয়েছ; তুমি আমার জীবন মুক্ত করেছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)58 পরম প্রভু, ওগো ঈশ্বর আমার, নেমে এলে তুমি করতে উদ্ধার, বাঁচালে আমার প্রাণ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)58 হে প্রভু, তুমি আমার প্রাণের বিবাদ সকল নিষ্পত্তি করিয়াছ; আমার জীবন মুক্ত করিয়াছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল58 প্রভু আমার আবেদনটা বিচার করুন। আমাকে আমার জীবন ফিরিয়ে দিন। অধ্যায় দেখুন |