Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 3:41 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

41 আইস, হস্তযুগলের সহিত হৃদয়কেও স্বর্গ-নিবাসী ঈশ্বরের দিকে উত্তোলন করি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

41 এসো, হস্তযুগলের সঙ্গে হৃদয়কেও বেহেশত-নিবাসী আল্লাহ্‌র দিকে উত্তোলন করি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

41 এসো, আমরা স্বর্গের ঈশ্বরের উদ্দেশ্যে আমাদের হৃদয় ও আমাদের হাতগুলি তুলে ধরি, এবং বলি:

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

41 এস উন্মুক্ত করে আপন হৃদয়, স্বর্গের অধীশ্বরের কাছে জানাই আকুল প্রার্থনা।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

41 আইস, হস্তযুগলের সহিত হৃদয়কেও স্বর্গনিবাসী ঈশ্বরের দিকে উত্তোলন করি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

41 স্বর্গের ঈশ্বরের প্রতি হৃদয় এবং আমাদের হাত উত্তোলন করা উচিৎ‌।

অধ্যায় দেখুন কপি




বিলাপ 3:41
10 ক্রস রেফারেন্স  

সদাপ্রভু, তোমারই দিকে আমি নিজ প্রাণ উত্তোলন করি।


যখন আমি তোমার নিকটে আর্তনাদ করি, যখন তোমার পবিত্র অন্তর্গৃহের দিকে অঞ্জলি উঠাই, তখন তুমি আমার বিনতির রব শ্রবণ করিও।


নিজ দাসের প্রাণ আনন্দিত কর, কেননা, হে প্রভু, আমি তোমার উদ্দেশে আমার প্রাণ উত্তোলন করি।


সেইরূপে আমরা তোমাদিগকে স্নেহ করাতে কেবল ঈশ্বরের সুসমাচার নয়, আপন আপন প্রাণও তোমাদিগকে দিতে স্থির ইচ্ছুক ছিলাম, যেহেতু তোমরা আমাদের প্রিয়পাত্র হইয়াছিলে।


আমার প্রার্থনা তোমার সম্মুখে সুগন্ধি ধূপরূপে, আমার অঞ্জলি-প্রসারণ সান্ধ্য উপহাররূপে সাজান হউক।


এইরূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব, আমি তোমার নামে অঞ্জলি উঠাইব।


তুমি যদি আপনার চিত্ত স্থির কর, যদি তাঁহার অভিমুখে অঞ্জলি প্রসারণ কর;


তোমরা পবিত্র স্থানের দিকে স্ব স্ব হস্ত উত্তোলন কর, ও সদাপ্রভুর ধন্যবাদ কর।


কেননা যিনি উচ্চ ও উন্নত, যিনি অনন্তকাল-নিবাসী, যাঁহার নাম “পবিত্র”, তিনি এই কথা কহেন, আমি ঊর্ধ্বলোকে ও পবিত্র স্থানে বাস করি, চূর্ণ ও নম্রাত্মা মনুষ্যের সঙ্গেও বাস করি, যেন নম্রদের আত্মাকে সঞ্জীবিত করি ও চূর্ণ লোকদের হৃদয়কে সঞ্জীবিত করি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন