Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




বিলাপ 3:34 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

34 লোকে যে পৃথিবীর বন্দি সকলকে পদতলে দলিত করে,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

34 লোকে যে দেশের বন্দীদেরকে পদতলে দলিত করে,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

34 দেশের সব বন্দিকে যদি লোকেরা পদতলে দলিত করে,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

34 বন্দীশালার পীড়নে যখন নিপীড়িত হয় আত্মা আমাদের,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

34 লোকে যে পৃথিবীর বন্দি সকলকে পদতলে দলিত করে,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

34 প্রভু এইগুলি পছন্দ করেন না: তিনি দেশের সব বন্দীদের তাঁর পায়ের তলায় পিষে ফেলতে চান না। তিনি কাউকে পেষণ করতে চান না।

অধ্যায় দেখুন কপি




বিলাপ 3:34
12 ক্রস রেফারেন্স  

তুমি বন্দিগণকে বলিবে, বাহির হও; যাহারা অন্ধকারে আছে, তাহাদিগকে বলিবে প্রকাশিত হও। তাহারা পথে পথে চরিবে, ও বৃক্ষশূন্য গিরিশ্রেণী তাহাদের চরাণি-স্থান হইবে।


বন্দির হাহাকার শুনিবার জন্য, মৃত্যুর সন্তানদিগকে মুক্ত করিবার জন্য;


কেননা সদাপ্রভু দরিদ্রদের কথা শ্রবণ করেন, তিনি আপনার বন্দিগণকে তুচ্ছ করেন না।


জগৎকে নির্জন স্থানের ন্যায় করিত, জগতের নগর সকল উৎপাটন করিত, বন্দিদিগকে বাটী যাইতে দিত না?’


বন্দির হাহাকার তোমার সম্মুখে উপস্থিত হউক, তুমি আপন বাহুর মহত্ত্বানুসারে মৃত্যুর সন্তানদিগকে বাঁচাও।


ইস্রায়েল ছিন্নভিন্ন মেষস্বরূপ; সিংহগণ তাহাকে তাড়াইয়া দিয়াছে; প্রথমতঃ অশূররাজ তাহাকে গ্রাস করিয়াছিল, এখন শেষে এই বাবিল-রাজ নবূখদ্‌নিৎসর তাহার অস্থি সকল ভগ্ন করিয়াছে।


কেননা তিনি অন্তরের সহিত দুঃখ দেন না, মনুষ্য-সন্তানগণকে শোকার্ত করেন না।


পরাৎপরের সম্মুখে মনুষ্যের প্রতি অন্যায় করে,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন