বিলাপ 3:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 আমার প্রাণ বলে, সদাপ্রভুই আমার অধিকার; এই জন্য আমি তাঁহাতে প্রত্যাশা করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 আমার প্রাণ বলে, মাবুদই আমার অধিকার; এজন্য আমি তাঁতে প্রত্যাশা করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 আমি নিজেকে বলি, “সদাপ্রভু আমার অধিকার; এজন্য আমি তাঁর প্রতীক্ষায় থাকব।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 প্রভু পরমেশ্বরই আমার সর্বস্ব ধন, তিনিই আমার আশা,আমি তাঁরই পানে চেয়ে থাকি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আমার প্রাণ বলে, সদাপ্রভুই আমার অধিকার; এই জন্য আমি তাঁহাতে প্রত্যাশা করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 আমি মনে মনে বললাম, “আমি যা চাই তা হল, প্রভু। তাঁর ওপর আমার আস্থা আছে।” অধ্যায় দেখুন |