বিলাপ 3:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 স্মরণ কর আমার দুঃখ ও আমার দুর্দশা নাগদানা ও বিষ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 আমি স্মরণ করলাম আমার দুঃখ ও আমার দুর্দশা, নাগদানা ও বিষ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 আমি আমার কষ্ট ও অস্থির বিচরণ স্মরণ করি, আমার তিক্ততা ও পিত্তের কথা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 নিরাশ্রয়, ছন্নছাড়া অবস্থা আমার, এ চিন্তা তিক্ত বিষের সমান, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 স্মরণ কর আমার দুঃখ ও আমার দুর্দ্দশা নাগদানা ও বিষ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 আমার যন্ত্রণা এবং আমার উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো মনে রাখবেন। যে শাস্তি আপনি আমায় দিয়েছিলেন তা মনে রাখবেন। অধ্যায় দেখুন |