বিলাপ 3:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 আমি কহিলাম, আমার বল ও সদাপ্রভুতে আমার প্রত্যাশা নষ্ট হইয়াছে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আমি বললাম, আমার বল ও মাবুদতে আমার প্রত্যাশা নষ্ট হয়েছে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 তাই আমি বলি, “আমার জৌলুস শেষ হয়ে গেছে, এবং সদাপ্রভুর কাছ থেকে আমার সব প্রত্যাশার অবসান হয়েছে।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 ফুরিয়ে এসেছে আমার জীবনের দিন, হীনবল হয়েছি আমি, প্রভু পরমেশ্বরের, কাছে প্রত্যাশা আমার হয়েছে নিঃশেষ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আমি কহিলাম, আমার বল ও সদাপ্রভুতে আমার প্রত্যাশা নষ্ট হইয়াছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 নিজে নিজে বললাম, “প্রভুর সাহায্যের প্রত্যাশা আর নেই।” অধ্যায় দেখুন |