বিলাপ 2:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 তাহারা আপন আপন মাতাকে বলে, গম ও দ্রাক্ষারস কোথায়? কেননা তাহারা নগরের চকে চকে খড়্গবিদ্ধ লোকদের ন্যায় মূর্চ্ছাপন্ন হয়, নিজ নিজ মাতার বক্ষঃস্থলে প্রাণত্যাগ করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 তারা নিজের নিজের মাকে বলে, গম ও আঙ্গুর-রস কোথায়? কেননা তারা নগরের চকে চকে তলোয়ারে বিদ্ধ লোকদের মত মূর্চ্ছাপন্ন হয়, নিজ নিজ মাতার বক্ষঃস্থলে প্রাণত্যাগ করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 তারা তাদের মায়েদের বলে, “আমাদের জন্য খাবার ও দ্রাক্ষারস কোথায়?” কেননা তারা নগরের পথে পথে আহত মানুষের মতো মূর্ছিত হয়, তাদের মায়েদের কোলে তাদের প্রাণ ঢলে পড়ে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 জননীর কাছে শিশুরা কাঁদে, বলে, ‘কোথায় অন্ন, কোথায় জল?’ তারা পথের উপর লুটিয়ে পড়ে আহত জনের মত, তারপর ধীরে মাতার বক্ষে ঢলে পড়ে চিরনিদ্রায়। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 তাহারা আপন আপন মাতাকে বলে, গোম ও দ্রাক্ষারস কোথায়? কেননা তাহারা নগরের চকে চকে খড়্গবিদ্ধ লোকদের ন্যায় মূর্চ্ছাপন্ন হয়, নিজ নিজ মাতার বক্ষঃস্থলে প্রাণত্যাগ করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 সেই বালক-বালিকারা তাদের মায়েদের বলে, “কোথায় আছে রুটি আর দ্রাক্ষারস?” তারা মরে যেতে যেতে এই প্রশ্ন করে তারা তাদের মায়ের কোলে মারা যায়। অধ্যায় দেখুন |